ad-banner
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
usbd24
spot_img

বগুড়ায় মাদ্রাসা শিক্ষকের তান্ডবে হিন্দুদের মূর্তি ভাংচুর

বাংলাদেশ প্রতিনিধিঃ জয় মা ভূবনেশ্বরী। বগুড়া জেলার নন্দীগ্রাম থানার হাটকড়ই বাজারে অবস্থিত শ্রী শ্রী শিবশক্তি মন্দিরে,”মোঃ ফয়সাল করিম রেজা ” (৩৫)নামে একজন মৌলবাদি মাদ্রাসা শিক্ষক পরিকল্পিত ভাবে ৮/৪/২৪ ইং রাত্রি ৯.৩০ মিনিটে মন্দিরের দরজা ভাঙার চেষ্টা করে, মন্দিরের ক্ষতি সাধন করার জন্য। সেখানে দরজা ভাঙার সময় বাজারের লোকজন তাকে দেখতে পায় ও বাঁধা প্রদান করে এবং সেখান থেকে তারিয়ে দেয়।

পরবর্তিতে সে রাত্রী ২. ৩০ মিনিটে হাটকড়ই বাজারে অবস্থিত সার্বজনীন শ্রী শ্রী মহাশ্মশানের ইটের প্রাচীর টপকিয়ে কালী মাতা মন্দিরের লোহার নির্মিত দরজা ভেঙে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে। তারপর সে কালীমাতা বিগ্রহ ভংচুর করে, বিগ্রহটি মাটিতে ফেলে রেখে মন্দিরের পবিত্রতা নষ্ট করে সেখান থেকে পলায়ন করে।

নন্দিগ্রাম থানার সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা (এলএলবি) এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন এবং অতি দ্রুত অপরাধীকে গ্রেফতার সহ কঠিন শাস্তির দাবী জানান।

এরপর বিভিন্ন সাক্ষী প্রমানের মাধ্যমে প্রশাসন তাকে গ্রেফতার করে। এহেন নেক্কারজনক ঘটনার জন্য অত্র এলাকাবাসি এই মৌলবাদি আসামির উচিৎ শাস্তির দাবি জানায়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest Articles