নিউইয়র্ক প্রতিনিধিঃ ৩১ শে মার্চ জ্যামাইকার ইকরা পার্টি হলে “ আল্লাহপাকের অশেষ রহমতে “ প্রবাসী নরসিংদী ড্রিস্ট্রিক সোসাইটির “ ইফতার ও দোয়া মাহফিল “ সুন্দর ও সুশ্রীংখল আপনাদের দোয়ায় ভাবে সম্পূর্ণ হল ।

অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন প্রধান অতিথি মোঃ জয়নাল আবেদীন ভূইয়া , গেষ্ট অফ ওনার মানণীয় কুইন্স ডিসট্রিক জর্জ সোমা সাইদ , উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ার ম্যান আলহাজ্জ্ব মেজবাহ উদ্দিন ভূইয়া , সভাপতি মোঃ আবুছাইন আখতার বাবুল ও সাধারন সম্পাদক মোঃ আমিনুল হক , ইফতার কমিটির আহবায়ক নুরুজ্জামান আলী , প্রধান সমন্বয় কারী মোঃ সুলতান উদ্দিন আহমদ ও সদস্য সচিব কাজী আমজাদ হোসেন ।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ- সভাপতি মহিউদ্দিন দেওয়ান , সহ- সভপতি ফারুক চৌধুরী , সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দিকি , ও প্রচার সম্পাদক রীজু মোহাম্মদ ।

আর ও বিশেষ অতিথি ছিলেন মূলধারার প্রবীন রাজনীতিবিদ মোর্শেদ আলম , জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরোল ইসলাম দেলুয়ার , প্রধান উপদেষ্টা এ বি এম উসমান গনি , উপদেষ্টা ও বাংলাদেশ পত্রিকারসম্পাদক ডাঃ ওয়াজেদ খান । বিশিষ্ট রিয়েলটর ইনভেস্টরস আনোয়ার হোসেন ,উপস্থিত ছিলেন CUDC ক্লাবের সম্মানীত আহবায়ক মিজান চৌধুরী ও সদস্য সচীব সৈয়দ আলামিন রাসেল , উপদেষ্টা জাছির ভাই । সম্মানীত অতিথি বৃহত্তর খুলনা সোসাইটির সভাপতি এলিন ভাই , বাংলাদেশ সোসাইটির সাবেক কর্ম করতা তোফায়েল ভাই , কাশেম ভাই ,কুমিল্লা সোসাইটির সভাপতি আবুল হোসেন ভাই , সহ- সভপতি মতিন ভাই ,সাধারন সম্পাদক নজরুল ভাই ,আই জে প্রিন্ট এর CEO মোঃ কামরুল ইসলাম সনি , প্রবাসী নরসিংদী ডিসষ্ট্রিক সোসাইটির পরিচালক প্রফেসার রবিন্দ্র চন্দ্র বর্মন , পরিচালক ডেন্টিস ডাঃ শেখ ইউছুফ , কোষাধক্ষ্য মোঃ সেলিম সরকার ,সহ- সাধারন সম্পাদক ও ইফতার কমিটির যুগ্ন সমন্বয় কারী মোঃ নুরুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক ও যুগ্ন সদস্য সচীব মোঃ মুসফিকুজ্জামান ঝন্টু , সাহিত্য সম্পাদক কাজী মোগল হোসেন , সাবেক নির্বাচন কমিশন বাবু খোকন সাহা ,সাবেক পরিচালক হুমায়ন কবির , নিউইয়রকের তিনজন প্রখ্যাত গানের শিল্পী রুজী আজান , নিপা জামান ও আরএকজন আপু । বাগের হাট সোসাইটির সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার ,প্রেসক্লাবের সধারণ সম্পাদক শাহ ফারুক , লিভারটি রিয়েলেটর স্কুলের CEO রেজা রশিদ রেজাভাই , বি এন পির নেত্রী শিরিন আপা , সাবেক জেলা সমিতির কর্ম করতা ইন্জীনিয়র এহেছানুল হক ,জ্যামইকা থিয়েটারের সহ- সভপতি মোঃ ফারক হোসেন , সহ- কোষাধক্ষ নূর মোহাম্মদ ছোটন , জেলা সমিতির সাবেক কর্ম করতা মোশারফ হোসেন আংগুর , মজিবর মাষ্টার , সাহাদত হোসেন ,নরসিংদীর কৃতি সন্তান দীপু ভাই , ছোট ভাই মামুন , ভাগিনা আমজাদ হোসেন , রাশেদুজ্জামান ডানীয়েল , ব্রনস থেকে আগত মোশারফ ভাই , খালেদ ভাই ও ফটোগ্রাফার বিধান চন্দ্র দাদা ।

সম্মানীত অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের পরে ইফতার করার আগমুহুর্তে আফতাব মসজিদের ঈমাম সাহেব দেশে বিদেশে সকল রোজাদার মুসল্লীদের জন্য দোয়া ও মাকফেরাত কামনা করেন । মাগরিবের আজানের পর মজাদার ইফতারির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।সকলকে ধন্যবাদ । সভাপতি মোঃ আবুছাইন আখতার বাবুল ও সধারণ সম্পাদক মেঃ আমিনুল হক । প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম কতৃর্ক প্রচারিত ।