ad-banner
শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
usbd24
spot_img

অত্যাধুনিক ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ভারতীয় নৌবাহিনীর

ভারতের নৌবাহিনী রোববার দূরপাল্লার ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা করেছে। আরব সাগরে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি। ব্রহ্মসের সফল উৎক্ষেপণের কথা জানায় ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।

আরব সাগরে ‘কলকাতা ক্লাস গাইডেড’ মিশাইল ধ্বংসকারী যুদ্ধজাহাজ থেকে ছোঁড়া হয় ক্ষেপণাস্ত্র ব্রহ্মসটি। নৌবাহিনীর এক কর্মকর্তা বলেন, রবিবারের সফল উৎক্ষেপণের পরে দেশীয় প্রযুক্তিতে তৈরি সমরাস্ত্র ভাণ্ডার আরো শক্তিশালী হলো। ব্রহ্মস উৎক্ষেপণের কথা জানিয়ে নৌবাহিনীর পক্ষ থেকে একটি টুইটও করা হয়। লেখা হয়, ‘আত্মনির্ভরের ভারতের দিকে আরো এককদম অগ্রসর। নৌবাহিনীর তরফে আরব সাগরে সফল উৎক্ষেপণ হল োদেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের।’

উল্লেখ্য, গত মাসে ভারতীয় নৌবাহিনীর নাবিকরাএলসিএ তেজস (নৌবাহিনী) এবং মিগ-২৯-কে বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের সফল অবতরণ করান।

উল্লেখ্য, আইএনএস বিক্রান্ত ভারতে নির্মিত প্রথম বিমানবাহী রণতরী। এলসিএ তেজসও দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছরের সেপ্টেম্বরে কোচির কোচিন শিপইয়ার্ড লিমিটেডে দেশের প্রথম বিমানবাহী রণতরীটির উদ্বোধন করেন।
সূত্র : সংবাদ প্রতিদিন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest Articles