

Milon Kumar Ray( New York)
তুমি রবে নিরবে … অন্তরের অন্তরে •••• ২০০১ সালের ২রা জুলাই বাংলাদেশ হারিয়েছে দেশের প্রথম আর্সেনিক রোগী সনাক্তকারী একজন মানবিক গুনে গুনান্বিত আর্সেনিক বিশেষজ্ঞ ডাক্তার শিবতোষ রায় কে !! ডা. রায় সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়েয় ছাত্র- শিক্ষকের সমন্বয়ে গঠিত টিমকে সাথে নিয়ে উত্তরের জনপদ দিনাজপুরের ভুগর্ভস্থ আর্সেনিক সংক্রান্ত গবেষনার কাজে দিনাজপুর এ অবস্খান করেছিলেন ! সে সময় টিমের প্রয়োজনে রংপুরে আসেন এবং রংপুর থেকে ফেরার পথে রংপুর – দিনাজপুর রোড়ের তাঁরাগন্জ নামক স্থানে তাকে বহনকারী মাইক্রোবাসকে বিপরীত মুখি একটি ঘাতক ট্রাকের চাপায় ঘটনাস্থলেই ডা. রায় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক প্রান হারান বাকি কয়েকজন ছাত্র- শিক্ষক মারাত্নক জখম হয় । আজ সবাই সবার কাজ করছে , দেশ চলছে দেশের মতো । হয়তো আর্সেনিক রোগীরা ভালো আছে , কেউ কেউ একটু মনে রেখেছে !! যে মহান ব্যাক্তিরা তার কর্মকে বিবেচনায় রেখে এখনো তার জন্য মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন – স্মরন সভা করেন তাদের প্রতি ডা. রায়ের পরিবারের পক্ষ্য থেকে বিনম্র শ্রদ্ধা । আর দেশ বরেন্য প্রথম শ্রদ্ধেয় আর্সেনিক বিশেষজ্ঞ ডাক্তার শিবতোষ রায়ের আত্নার পরম শান্তি কামনা করছি