


নিউইয়র্ক রিপোর্টার ঃ সন্ত্রাসী সংগঠন ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি প্রয়াত হাসান মাহমুদ চৌধূরীকে বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করায়, মুক্তিযোদ্ধা ডঃ প্রদীপ রঞ্জন কর এর সমন্বয়ে নিউইয়র্কে বসবাসকারী ১১ জন মুক্তিযোদ্ধা সহ সকল মুক্তিযোদ্ধা দের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে । এক বিবৃতিতে তারা বলেন, সন্ত্রাসী সংগঠন ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি প্রয়াত হাসান মাহমুদ চৌধূরীকে বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করার কথা জেনে আমরা যারপর নাই বিস্মিত হয়েছি। জামায়াত-শিবিরের রগ কাটা, হত্যা খুন ও সন্ত্রাসী রাজনীতির মাস্টারমাইন্ডকে বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করায় বুদ্ধিজীবি কবরস্থানের মর্যাদা খুন্ন করা হয়েছে এবং সমাধিস্হ সকল বুদ্ধিজীবিদের প্রতি চরম অসম্মান প্রদর্শন করা হয়েছে। বুদ্ধিজীবী কবরস্থানে সাবেক ছাত্রশিবির নেতার কবর কোন ভাবেই গ্রহনযোগ্য নয় এবং এ ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করছি ও প্রতিবাদ জানচ্ছি।
একই সাথে বুদ্ধিজীবিদের কবরস্থান মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি সহ জামাত শিবির রাজাকার মুক্ত রাখার দাবী জানাচ্ছি। বিবৃতিদাতারা হলেন- যুক্তরাষ্ট্রে বসবাসরত মুক্তিযোদ্ধাবৃন্দ- ১)মুক্তিযোদ্ধা ডঃ প্রদীপ রঞ্জন কর ২)মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন ৩)মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার ৪)মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু ৫)মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধূরী ৬) মুক্তিযোদ্ধা কামরুল হাসান ৭)মুক্তিযোদ্ধা আকবর হায়দার রীচী ৮) মুক্তিযোদ্ধা মুন্সি বসির ঊদ্দিন ৯) মুক্তিযোদ্ধা সাঈদুর রহমান ১০)মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম ১১)মুক্তিযোদ্ধা মোঃ জাহিদ